Posts

Showing posts from July, 2025

আমৃত্যু_ভালোবাসি_তোকে

Image
                                                  #আমৃত্যু_ভালোবাসি_তোকে #লেখনীতে_সালমা_চৌধুরী (০৪) ( scsalma90) শ্বা*স ঝেঁ*ড়ে, নিজের মাথায় গা*ট্টা মে*রে মেঘ বলে, 'ছিঃ মেঘ ছিঃ, কি সব ভাবছিস তুই, কেউ কি তার চাচাতো ভাইয়ের উপর ক্রাশ খায়? ভালো, ভদ্র হলেও মানা যেতো, এমন গু*রুগ*ম্ভীর, ব*দমে*জা*জি আর হি*ট*লা*র স্বভাবের কেউ কি কারো ক্রা*শ হয়..!! যে ছেলে ১০ বছরের মেয়ের গা*য়ে হা*ত তু*লতে পারে সে আর যায় হোক আমার ক্রাশ হতে পারে না। এটা ভাবতেই মেঘের বু*ক ভে*সে আসে ক*ষ্টে। নিজেকে স্বাভাবিক করতে মোবাইল হাতে নিয়ে কল করে মেঘের সবচেয়ে কাছের বান্ধবী বন্যাকে। প্রথম কল দিতেই রিসিভ হয় কল.. বন্যা- আসসালামু আলাইকুম, কেমন আছো বেবি? মেঘ- ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? বন্যা- হঠাৎ আমায় স্বরণ করার কোনো স্পেশাল কারণ আছে? তোর তো আবার ভাঙা ফোন ঠাসঠুস বন্ধ হয়ে ...

আমৃত্যু_ভালোবাসি_তোকে

Image
 #আমৃত্যু_ভালোবাসি_তোকে  #লেখনীতে_সালমা_চৌধুরী  #পর্বঃ০৩ কোন এক আশঙ্কায় আবিরের মাথায় চিনচিন ব্যথা অনুভব হয়, ভীতিতে রুদ্ধ হয় তার শ্বাস।  বারান্দায় দাঁড়িয়ে আনমনে কি যেনো ভেবে যাচ্ছে আবির।  দূরে ঐ চাঁদটার দিকে তাকিয়ে আছে চক্ষুযূগল এক মুহুর্তের জন্যও সরছে না, পল্লব ও পড়ছে না একটিবার, তার দুর্বোধ্য দৃষ্টি।   হঠাৎ কারো অস্তিত্ব বুঝতে পেরে সাবলীল ভঙ্গিতে নড়েচড়ে দাঁড়ায় দৃষ্টি সরিয়ে নেয় চাঁদ থেকে। ঘাড় ঘুরিয়ে  দেখে নেয় মানুষটাকে  তারপর, ধীরস্থির কন্ঠে জানতে চাই,  'কিছু হয়েছে?' তানভির  সরলমনে বলে, 'বড় আব্বু বুঝতে পেরে গেছে তুমি মারপিট করেছো, তাই তোমাকে সাবধান করতে বলেছে যেনো মারপিট আর রাজনীতিতে না জরাও।' 'আরকিছু?' অবহেলায় প্রশ্ন টা করলো আবির 'না, তেমন কিছু না ব্যবসার হাল ধরতে বললো৷ ' তানভির উত্তর দিলো।  আবির: আচ্ছা ঠিক আছে৷  আর কিছু বলবি? তানভির: ভাইয়া, মাথা ঠান্ডা করো তুমি।  বাদ দাও প্লিজ৷  আমি তোমাকে শুধু জানিয়েছিলাম বিষয়টা।  তুমি যে এভাবে দেশে চলে আসবে আর এইভাবে ঝামেলা হবে এটা আমি ভাবতে পারি নি৷  বুঝতে পারলে আম...

আমৃত্যু_ভালোবাসি_তোকে

Image
                                                          #আমৃত্যু_ভালোবাসি_তোকে #লেখনীতে_সালমা_চৌধুরী পর্ব 2 এতবছর পর নিজের রুমটা আশ্চর্যান্বিত নয়নে দেখছে আবির। সেই পরিচিত ঘ্রাণ যেখানে সে নিজের জীবনের ১২ টা বছর কাটিয়েছিলো। যেই রুমটা ছিল তার একান্ত ব্যক্তিগত, আজও তাই আছে। একটা জিনিসও এদিক সেদিক হতে দেন নি আবিরের মা 'মালিহা খান'। এমনকি রুমে বছরের পর বছর তালা দিয়ে রেখেছেন তিনি৷ যখন ই ছেলের কথা মনে হতো ছেলের রুমে এসে নিরবে কেঁদে যেতেন যেনো কেউ বুঝতে না পারে৷ আবির রুমে ঢুকে লাগেজ খুলে নিজের পরনের টিশার্ট হাতে শাওয়ার নিতে চলে যায়। শাওয়ার শেষে বের হলেন একটা কফি কালার টিশার্ট আর একটা টাওজার পরে হাতে টাওয়েল নিয়ে মাথার চুল মুছতে মুছতে। খাটে বসে আছে তানভির। লাগেজ নিয়ে এসে রুমেই বসে আছে সে৷ তানভির কে দেখে আবির জিজ্ঞেস করছে, ...

আমৃত্যু_ভালোবাসি_তোকে

Image
আমৃত্যু_ভালোবাসি_তোকে  #লেখনীতে_সালমা_চৌধুরী  #পর্বঃ০১ অপেক্ষা করুন আগামী পর্বের জন্য, আর পেজে লাইক ফলো দিয়ে কমেন্ট করে রাখেন বাকি পর্ব পোস্ট করেই কমেন্ট বক্সে দিয়ে দেবো লিংক।  ৭ বছর পর বাড়ি ফিরছে খান বংশের বড় ছেলে #সাজ্জাদুল_খান_আবির ।  বাড়ি ফিরছে বললে ভুল হবে বিদেশ থেকে দেশে ফিরছে আবির।   এই ৭ বছরে খান বাড়িতে ঘটে গেছে অনেক ঘটনা যার সাথে স্ব শরীরে যুক্ত নেই আবির,  তবে আত্মিকভাবে প্রতিটা ঘটনায় জরিয়ে আছে সে৷   আবিরের বাবা চাচা তিনজন, আবিরের বাবা সবার বড় নাম,'আলী আহমদ খান' তানভীরের বাবা মেজো নাম, 'মোজাম্মেল খান' ছোট চাচ্চুর নাম ' ইকবাল খান' আবির তার বাবা মায়ের একমাত্র ছেলে৷   মেজো চাচা মানে মোজাম্মেল খানের এক ছেলে এক মেয়ে। ছেলের নাম #তানভির খান। মেয়ের নাম  #মাহদিবা_খান_মেঘ ছোট চাচার এক মেয়ে এক ছেলে মীম আর আদি।  এখনো তারা  এলাকার যৌথ পরিবারগুলোর মধ্যে শ্রেষ্ঠ।  বাড়ির সকলের প্রাণ যেনো এক সুতোয় বাঁধা ।  ৫ ভাইবোনের মধ্যে আবির সকলের চোখের মনি। আবিরের জন্মের পর তার বাবা মা  দ্বিতীয় সন্তান নেওয়ায় চিন্তায় করেন নি...